লকডাউন কার্যকরে এবার সড়কে বাঁশ !
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ১:২৬:৩৫ অপরাহ্ন
হুমায়ুন কবির লিটন:
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন চলাকালে আজ সকাল থেকে সিলেট নগরীর প্রধান সড়কগুলো বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ।
নগরীর তালতলা, কোর্ট পয়েন্ট, সিসিকের সামন, আম্বরখানা এলাকাসহ বিভিন্ন রাস্তার মধ্যে বাঁশ দিয়ে সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
মধ্যে বাঁশ টানানো থাকায় সড়কের দুপাশে দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন লকডাউনের আওতামুক্তরাও।
একে অপরের সহযোগিতায় পুলিশের সামনেই সড়কের মধ্যে রাখা বাঁশ উপরে তুলে জনসাধারনকে চলাচল করতে দেখা গেছে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।