হবিগঞ্জে দুই প্রেমিকার হাতে মাদ্রাসাছাত্র খুন, গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৭:৫১:৫৫ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ দারুচ্ছুন্নাহ আলিয়া মাদ্রাসার এক ছাত্রকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ে হত্যার অভিযোগে দুই প্রেমিকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামের জিতু মিয়ার মেয়ে শাবনূর আক্তার (১৮), বানিয়াচং উপজেলার শান্তিপুর গ্রামের আব্দুল মালেকের কন্যা সাবিনা আক্তার (১৪) এবং শহরতলীর পোদ্দার বাড়ি এলাকার সোহেল মিয়ার পুত্র সুমন (১৮)। খুন হওয়া মাদ্রাসা ছাত্র হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আরিফুর রহমান খোকন (১৮)। সে হবিগঞ্জ দারুচ্ছুন্নাহ আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আল আমীন জানান, শাবনূর আক্তার ও সাবিনা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল মাদ্রাসা ছাত্র আরিফুর রহমান খোকনের। দুইজনের সাথে গোপনে সম্পর্ক থাকলেও সম্প্রতি বিষয়টি জেনে যায় দুই কিশোরী। এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে তারা আরিফুলকে খুনের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ৮ এপ্রিল শাবনূর আক্তার বেড়ানোর কথা বলে আরিফুরকে নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ যায়। তারা দুইজনে সেখানে দুইদিন থাকার পর ১১ এপ্রিল অপর প্রেমিকা সাবিনা আক্তারও সেখানে যায়। এ সময় গ্রেপ্তারকৃত সুমনকেও সাথে নিয়ে যায় সাবিনা। একপর্যায়ে ওইদিনই তিনজন মিলে আরিফুরকে হত্যা করে লাশ রূপগঞ্জ থানার বরাবু এলাকায় ফেলে রেখে হবিগঞ্জ চলে আসে।
পরদিন ১২ এপ্রিল রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করলে তারা লাশটি সেখানেই দাফন করে।
এদিকে, ছেলের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকেন আরিফুরের বাবা আব্দুল হেকিম। এক পর্যায়ে ফারজানা আক্তার নামের এক কিশোরী আরিফুরের হত্যার বিষয়টি তার বাবাকে জানায়। ঘটনার খবর পেয়ে আরিফুরের বাবা হবিগঞ্জ সদর থানায় যোগাযোগ করে। কিন্তু সেখানে তিনি কোনো প্রকার সাহায্য না পেয়ে রোববার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নিকট অভিযোগ জানান। পুলিশ সুপার বিষয়টি তদন্তের দায়িত্ব দেন গোয়েন্দা পুলিশের ওসি আল আমীনকে। পরে ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রাত ৮টার দিকে তিনজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছে। পরে ডিবি পুলিশ রূপগঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। আসামীদেরকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।