আবু দৌলত মাদরাসায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৭:৫৮:৪৭ অপরাহ্ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব, লালাবাজার ইউনিয়নের হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসার উপদেষ্টা সৈয়দ মাহবুব-ই জামিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর সুস্থতা কামনা করে শনিবার বাদ যোহর হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসা মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম, সমাজসেবী আবু বকর, হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কাদির সহ শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ। বিজ্ঞপ্তি