পাকনা হাওরে ধান কাটায় বিভাগীয় কমিশনার: চলতি মাসেই ধান কাটা শেষ
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৮:২৫:২০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে পাকনা হাওরে ধান কাটা উৎসব ও নমুনা শস্য কর্তন করে ধান কাটার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। সোমবার সকালে জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাকনা হাওরে বোরো ফসলী জমিতে এই উদ্বোধন করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: রাশেদ ইশবাল, কৃষি বিভাগের উপ পরিচালক দিলীপ কুমার অধিকারী, সুনামগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রাণী তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালকদার, সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মন্নান তালুকদার প্রমুখ।
ধান কাটার পূর্বে বিভাগীয় কমিশনার হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করে বলেন, করোনা ভাইরাসের মাঝেও সামাজিক দূরত্ব বজায় রেখে হাওরের ধান কাটার শ্রমিকের কোন সংকট নেই। তিনশতাধিক কম্বাইন্ড হারভেস্টার ধান কাটার মেশিন সুনামগঞ্জের হাওরগুলোতে ধান কাটছে। এছাড়া স্থানীয় ও বাইরের জেলার ৩ লাখ শ্রমিক গভীর হাওর এলাকায় ধান কাটছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মাসের মধ্যে হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ হয়ে যাবে। গেল দুই বছর যাবৎ কৃষকরা উৎপাদিত ফসলের নায্যমূল্য পাচ্ছেন। এ কারণে উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ বেশি হচ্ছে। সরকার ও প্রশাসন হাওরের ধান কাটায় সব সময় কৃষকের পাশে রয়েছেন। পরে উপজেলার সোনাপুর গ্রামে মুজিবশত বর্ষের উপহার দরিদ্রদের ১২ টি ঘর নির্মাণ কাজ পরিদর্শন করে উপকারভোগীদের সাথে কথা বলেন।