চিরনিদ্রায় শায়িত হলেন অলি আকরাম হক
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৮:২৭:১৯ অপরাহ্ন
লন্ডন সংবাদদাতা: লন্ডনের গার্ডেন অফ পিস মুসলিম সেমেট্রিতে চিরনিদ্রায় শায়িত হলেন তরুণ আইনজীবী অলি আকরাম হক। রোববার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে জানাজা শেষে করোনার স্বাস্থ্যবিধি মেনেই তার দাফনকাজ সম্পন্ন হয়েছে। জানাজার নামাজ পড়ান ইস্ট লন্ডন মসজিদের ইমাম হাফেজ আবুল হোসেন খান। উপস্থিত ছিলেন মরহুমের পিতা, চাচাসহ পরিবারের বিশজন নিকট আতœীয়। এছাড়াও বাইরে কার পার্ক এলাকায় অনেক আত্মীয়-সহকর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন। দাফন শেষে মোনাজাত পরিচালনা করেন শেখ সফিউর রহমান।
টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা বাবলুল হক বাবুলের বড় ছেলে অলি আকরাম হক ইন্তেকাল করেছেন গত ১৫ এপ্রিল। তার বয়স হয়েছিলো ২৭বছর। তিনি পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। গত ৬ এপ্রিল প্রচন্ড মাথাব্যথা নিয়ে তিনি বাসায় অজ্ঞান হয়ে পড়লে তাকে কুইন্স হাসপাতালে নেয়া হয়। পরীক্ষার পর তার মস্তিস্কে ব্লাডক্লট ধরা পড়ে। দীর্ঘ ৯ দিন আইসিউতে থেকে ১৫ এপ্রিল অলি ইন্তেকাল করেন। অলি আকরম হক ৪ ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। তিনি পিতা মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে গ্যান্টস হিলেবসবাস করতেন। তাদের দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাসন ফতেমাপুর গ্রামে।