জগন্নাথপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৮:২৯:৪২ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাসুম হত্যা মামলার আরেক আসামী আবদুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত হাসিম উল্লার ছেলে। গ্রেফতারকৃতকে সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একই গ্রামের সুরুজ আলীর ছেলে রুবেল মিয়া ও মৃত ইছাক উল্লার ছেলে গয়াছ মিয়াকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করা হলো।
জানা গেছে, গত ১৬ এপ্রিল শুক্রবার বাড়ির রাস্তা নিয়ে মাসুম আহমদ ও রুবেল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত মাসুম আহমদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ১৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।