বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৮:৩১:০৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালতিতে রাখা পানিতে ডুবে তানজিমা নামে একবছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের শাহিন মিয়ার মেয়ে ও ৯নং ওয়ার্ড সদস্য সাজিনুর মিয়ার নাতনী। সোমবার দুপুরে উপজেলায় শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মন্দিয়াতা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, বাড়িশুন্য ঘরের ভিতরে বিছানায় একবছর বয়সী শিশুকে ঘুমন্ত অবস্থায় রেখে মা, বাবাসহ পরিবারের সদস্যরা জমির ধান কাটা আর শুকানোর জন্য বাড়ির পাশে খলায় ব্যস্ত ছিল। এরফাঁকে শিশুটি ঘুম থেকে উঠে কাউকে না পেয়ে বিছানা থেকে নেমে পাশে রান্না ঘরে গিয়ে বালতিতে রাখা পানিতে ডুবে যায়।
শিশুর পিতা শাহিন মিয়া জানান, মেয়েকে শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে আমরা সবাই ধানের খলায় ধান মাড়াই ও শুকনো কাজে চলে যাই। এরপর বাড়িতে ফিরে এসে মেয়েকে বিছানায় না পেয়ে এক পর্যায়ে রান্নাঘরে গিয়ে পানিভর্তি বালতিতে মৃত অবস্থায় দেখতে পাই। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন ইউপি সদস্য সাজিনুর মিয়া।