হবিগঞ্জে ২টি তক্ষক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৯:০৯:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ থেকে বিরল প্রজাতির দুটি তক্ষক উদ্ধার করেছে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দুপুর দেড়টার দিকে সদর থানার দেওরাগাছ গ্রাম থেকে ১টি ও শনিবার রাত ১০টার দিকে চুনারুঘাট থানার নতুন ব্রিজ গোলচত্তরের সামনা থেকে আরেকটি তক্ষক উদ্ধার করা হয়।
তক্ষক দুটি হবিগঞ্জের বিভাগীয় বনকর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর এসএসপি (মিডিয়া) ওবাইন।