হবিগঞ্জ ও শ্রীমঙ্গলে ২২ কেজি গাঁজাসহ ৩ জন আটক
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৯:১২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিশেষ অভিযানে হবিগঞ্জ ও শ্রীমঙ্গল থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নোয়াপাড়া ইউনিয়নের ইট খোলা গ্রাম থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পারভেজ মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র্যাব। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইসলামাবাদ গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।
এদিকে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ বিদ্যালয়ের সামনে থেকে মো. সুজন মিয়া (২০) কে আটক করে র্যাব। সে গণেশপুর হাজীবাড়ীর মৃত আব্দুল হান্নানের ছেলে। এসময় তার কাছ থেকে প্রায় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
অপরদিকে সোমবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া বাজার থেকে কমল গোয়ালা (৩২)কে আটক করে র্যাব-৯। সে শ্রীমঙ্গল থানার কেজুরিছড়া চা বাগানের মৃত অনিল গোয়ালার ছেলের। এসময় তার কাছে পাওয়া ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত আলামতসহ আটককৃতদের স্ব স্ব থানায় প্রেরণ করা হয়েছে।