সিলেটে মৃত্যুহীন দিনে শনাক্ত ১৩৬
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ৫:৫৮:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে বিভাগের আরও ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে সুস্থ হয়েছেন ১০৫ জন রোগী।
নতুন শনাক্তদের মধ্যে ১০২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১১ জন, হবিগঞ্জ জেলার ১৭ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৭০০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ হাজার ৫৩৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৮৬ জন, হবিগঞ্জে ২ হাজার ২৫১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২২৮ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ৩১৪ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৭ হাজার ৬৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ২৭২ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৬৯ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ৩২ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৩০৩ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১ জন করে চিকিৎসাধীন রয়েছেন।