সড়কের ডিভাইডারে ইফতার
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ৮:০১:৩২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: কোনো আড়ম্বর নেই। ঢাক-ঢোল পিটিয়ে কোনো আয়োজনও নেই। ব্যস্ত মহাসড়কের ডিভাইডারে সারি সারি সাজিয়ে রাখা হয়েছে পানিসহ ইফতার বক্স। ইফতারের সময় হলেই পরিবহন শ্রমিক, চালক বা যার ইচ্ছে এখান থেকে বক্স নিয়ে ইফতার করতে পারেন।
রাস্তার ডিভাইডারে কারা এই ইফতার রেখেছেন তার কোনো প্রচার নেই। ব্যনার নেই। এভাবেই ইফতার সাজিয়ে রোজাদার শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি।
আজ মঙ্গলবার এ প্রসঙ্গে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল জানান, ‘সোসাইটি সব সময় দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে আসছে। বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের খাদ্য সহায়তাসহ নানাভাবে পাশে থাকার চেষ্টা করছে। জনকল্যানমূলক কাজের অংশ হিসেবেই মহাসড়কে রোজাদারদের জন্য ইফতার সাজিয়ে রাখা হয়।’