খাদিমপাড়ায় ইয়াবা সুন্দরী সীমা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ৮:২৫:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর খাদিমপাড়া এলাকা থেকে ইয়াবা সুন্দরী সীমা বেগমকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার শাহপরান থানা পুলিশ সীমাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এর আগে সোমবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া উইং এএসপি ওবাইন।
গ্রেফতারকৃত সীমা কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের (ইকুইর দা) রংগু মিয়ার ছেলে। বর্তমানে সে গোলাপগঞ্জ উপজেলার চকরিয়া এলাকার আব্দুর নূর মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।