সুনামগঞ্জে ব্যাংক খোলা, নেই গ্রাহক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ৮:২৪:০১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে লকডাউনে কড়াকড়ি চলছে যান চলাচলে। যা অব্যাহত থাকবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। লকডাউনে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা হয়েছে। ব্যাংক খোলা থাকলেও সেখানে গ্রাহকের উপস্থিতি নেই। ব্যাংকের সামনে আগে যেভাবে মানুষের জট লেগে থাকত সেই দৃশ্য একেবারে হাওয়া। সিকিউরিটি গার্ড ব্যাংকের সামনে একাই দাঁড়িয়ে থাকেন। একই অবস্থা দেখা গেছে ব্যাংকের এটিএম বুথগুলোতেও। মোবাইল ভিত্তিক লেনদেন ছোট দোকানগুলোর অধিকাংশ বন্ধ রয়েছে। মঙ্গলবার শহরের বিভিন্ন ব্যাংক, এটিএম বুথ এবং মোবাইলভিত্তিক লেনদেনের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খবর নিয়ে জানা গেছে, কড়াকড়ি লকডাউনের কারণে অনেকেই গ্রাম থেকে শহরে আসতে পারছেন না। শহরের লোকজন ব্যাংক বন্ধ থাকবে এমন শঙ্কায় আগেই টাকা উত্তোলন করে রেখেছেন। আবার অনেকেরই মুভমেন্ট পাস না থাকায় ব্যাংকে আসছেন না। ব্যাংকে গিয়ে দেখা গেছে কর্মকর্তারা অলস সময় পার করছেন। মাঝে মাঝে কেউ এলে সেবা দিচ্ছেন। এমন অবস্থায় লকডাউনে বেকার সময় কাটানোতে বিরক্তি লাগছে বলে জানান এক কর্মকর্তা। সেলিম আহমদ নামে এক গ্রাহক জানান, লকডাউনের কথাশুনে আগেই টাকা তুলে রেখেছি। এখন নতুন করে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময় বাড়ায় ব্যাংকমুখি হতে হবে। বিকাশ দোকানের মালিক লিমন জানান, লকডাউনের আগে দোকানে এত ভীড় ছিল যে সামলানো যেত না। এখন বসে বসে অলস সময় পাড় করছি। সুনামগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, লকডাউনের কারণে ব্যাংকে ভীড় কম। সামান্য লেনদেন হচ্ছে।