সিলেটে র্যাবের হাতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ৮:২৭:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের সালুটিকর ও জেলরোড এবং হবিগঞ্জের মাধবপুরে র্যাব পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৯৮ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা জব্দ করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এর আগে সোমবার গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব জানায়, কোতোয়ালী থানাধীন পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জাবেদকে (২০) নামের এক যুবককে গ্রেফতার করে র্যাব। এ সময় র্যাব তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত জাবেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন কান্দিরপাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে। বর্তমানে সে কাষ্টঘর এলাকায় বসবাস করে আসছে বলে জানায় র্যাব।
অপরদিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার থেকে র্যাব অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত অন্যদের নাম পরিচয় জানালেও গোয়াইনঘাট থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় জানায়নি র্যাব।
এছাড়া হবিগঞ্জের মাধবপুর থেকে পেশাদার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তার নাম মো. শিপন মিয়া (৩৫)। তিনি মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মো.কুদরত উল্লাহ’র ছেলে।
মঙ্গলবার দুপুরে তাতে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে মনতলা বাজার থেকে তাকে আটক করে র্যাব-৯।