মোগলগাঁওয়ে আটক ইয়াবা বিক্রেতা কারাগারে
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ৮:৩১:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর মোগলগাঁও থেকে আটক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম মো. রেজাউল হক (২৪)। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ধনপুর গ্রামের হাশিম মিয়ার ছেলে।
মঙ্গলবার বিকেলে আদালতের নির্দেশে তাকে করাগারে পাঠানো হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তাকে মোগলগাঁও ইউনিয়ন অফিসের সামনে থেকে আটক করে জালালাবাদ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।