মাধবপুরে গাঁজাসহ ১ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ৯:৪০:১৪ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. শিপন মিয়া (৩৫) নামের এক মাদক একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শিপন ওই উপজেলার রামনগর গ্রামের মো. কুদরত আলীর ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।
মঙ্গলবার দুপুরে র্যাব -৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল মাধবপুর থানার মনতলা বাজারস্থ শফিক প্লাজা নামক এলাকায় অভিযান চালায়। এসময় ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দসহ মো. শিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।