সিলেটে তিন ল্যাবে ১৩৩ জন করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ৯:৫৩:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের তিনটি ল্যাবে নতুন ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ, বক্ষব্যাধি হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তারা শনাক্ত হন।
ওসমানী হাসপাতালের ল্যাব সূত্র জানায়, মঙ্গলবার ল্যাবে ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২০ জনই নগরী ও বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাকি ৩ জনের মধ্যে সুনামগঞ্জের ২ জন এবং হবিগঞ্জের ১ জন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি ল্যাবে একদিনে আরো ৭৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ২৭৫ জনের নমুনা নেয়া হয়েছে। এর মধ্যে ৩৭৬টি নমুনা পরীক্ষা করে ৭৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৩৫জন, সুনামগঞ্জের ২ জন এবং হবিগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ১৬জন রয়েছেন।
এছাড়া সরকারী বক্ষব্যাধি হাসপাতালে ৭২ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।