খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ১০:২৩:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো আছে। তার শরীরে জ্বর নেই। রুচি ঠিকঠাক আছে। শ্বাস-প্রশ্বাসের স্যাচুরেশন স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১২ টায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের রুটিন চেকআপের পর এক ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বেগম জিয়ার করোনা আক্রান্তের ১৩ তম দিন ছিল মঙ্গলবার। আল্লাহর অশেষ মেহেরবানীতে গত ২৪ ঘণ্টায় তার জ্বর আসেনি। স্বাভাবিক তাপমাত্রা আছে। জ্বর নেই। শ্বাস-প্রশ্বাস, স্যাচুরেশন খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। খাবার রুচি পূর্বের ন্যায় স্বাভাবিক আছে।কখনোই গলা ব্যথা বা কাশি ছিলনা, এখনো নাই। অন্যদিনের চেয়ে আজকে অনেকটা ভালো। এই অবস্থায় উনার যে চিকিৎসা চলছে সেটাই চালিয়ে যাবো।
আজ ১৪ তম দিন পার হওয়ার পর পরবর্তীতে তার মেডিক্যাল বোর্ড আবারো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান আমাদের চিকিৎসার সমন্বয় করছেন। বেগম খালেদা জিয়া অনুরোধ করেছেন দেশবাসী যেন তার জন্য দোয়া করেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন।