১৬ দিন পর ওসমানীতে ফ্লাইট শুরু
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৫:২৪:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : খুললো আকাশ পথ। তাই টানা ১৬ দিন পর নিস্প্রাণ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেন প্রাণ ফিরে পেলো।
বুধবার সকাল পৌণে ৮টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট গতকাল চালু হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান । তিনি বলেন, লকডাউনের কারণে বন্ধ থাকা অভ্যন্তরীণ ফ্লাইট সিলেট থেকে ফের চালু হয়েছে। তবে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ রয়েছে।
সকাল পৌণে ৮টায় আসা ইউএস বাংলার ফ্লাইটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ৯টা ২০ মিনিটে। এছাড়া দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেট আসে। নভোএয়ার সিলেট থেকে ঢাকায় যায় দুপুর ২টা ২০ মিনিটে।
এছাড়া ইউএস বাংলার আরেকটি ফ্লাইট বুধবার রাত ৭টায় ঢাকা থেকে ছেড়ে সিলেট আসে ৭টা ৫০ মিনিটে এবং রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। নভোয়ারের আরেকটি ফ্লাইট রাত সাড়ে ৭টায় ঢাকা থেকে সিলেট আসে। রাত ৮টা ৫০ মিনিটে সিলেট থেকে ঢাকায় যায়।