শ্রীমঙ্গলে নকল পণ্য কারখানায় অভিযান, আটক-১
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৭:৫২:২৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নকল শিশুখাদ্য ও প্রসাধনী তৈরির ২টি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোররাত পর্যন্ত শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে একটি বাসার দুইটি অংশে পৃথক পৃথক দুটি ভেজাল পণ্যের কারখানায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কারখানার মালিক চাঁদপুর জেলার বাসিন্দা মোঃ হাবিবুর রহমান হাবিবকে তারা আটক করেন এবং অপরটিতে মালিক আব্দুল মালেক অভিযানের খবর টের পেয়ে পালিয়ে গেলেও সেখানে দুইজন নারী শ্রমিককে পাওয়া যায়।
পুলিশ জানায়, এর মধ্যে হাবিব একই অপরাধে এর আগেও পুলিশের হাতে আটক হয়েছিল। বাসা বদল করে সে আবারও শুরু করে তার অবৈধ ব্যবসা। পলাতক আব্দুল মালেক এর মূল বাড়ি চাঁদপুরে হলেও বর্তমানে শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকায় বসবাস করছেন।
এ সময় ওই অবৈধ কারখানাতে বিপুল পরিমান শিশুখাদ্য, জুস, চকলেট, ওরস্যালাইন, আগরবাতি, গোলাপজল, প্যারাসুট বেলিফুল তেল, সরিষা তেলসহ প্রায় ৩০ প্রকারের ভেজাল পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল ভানুগাছ রোডের একটি বাসায় কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল পণ্য সামগ্রী তৈরি করে বিক্রি করে আসছিলো একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ওই বাসায় দুটি নকল পণ্যের কারখানা পান তারা। সারারাত অভিযান করে ওই বাস থেকে প্রায় ৩০ প্রকারের হাজার হাজার পিস নকল পণ্য উদ্ধার করেন। যার অধিকাংশ প্রসাধনী ও খাদ্যদ্রব্য।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা ওসি আব্দুস ছালিক জানান, ভেজাল পণ্য ও প্রসাধনী উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।