তাহিরপুরে গৃহবধূর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৭:৫৩:৩৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা হত্যা করেছে এর সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারে নি। আর পরিবারের পক্ষ থেকে এখনও মামলা দায়ের করা হয়নি। নিহত গৃহবধূর নাম আজমিনা বেগম (২৪)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন জামবাগ গ্রামের শাহানুর মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের জামবাগ গ্রামে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়ন জামবাগ গ্রামের নিহত গৃহবধূ আজমিনা বেগম স্বামী অন্যত্র থাকায় প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে রাত ৯ টায় ছেলে মেয়ে ও ননদকে নিয়ে ঘুমাতে নিজ কক্ষে যায়। পরে রাত ২টার পর বিছানায় নিহতের ছেলে তার মাকে না পেয়ে চিৎকার দিলে বাড়ির সবাই এসে দেখেন আমজিনা নেই। বাড়ির সামনে দরজা লাগানো থাকলে পিছনের দরজা খোলা ছিল। পরে রাতেই পরিবারের সদস্যরা সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করার একপর্যায়ে সকাল ৭টার দিকে বাড়ির পাশে লাকড়ী রাখার স্থানে গাছের ডালপাতা দিয়ে ঢাকা অবস্থায় মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী জানান, নিহতের গলায় ও মাথার আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যা। এই ঘটনার পিছনে কোন রহস্য আছে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এই ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।