বড়লেখায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৮:১৪:০৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার ভাটউচি ঈদগাহ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও ফনী চন্দ্র শীল প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।