ছাতকে রিভলবার উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৮:১৬:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ছাতকে পরিত্যাক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টায় র্যাব-৯ এর লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. আব্দুল¬াহ’র নেতৃত্বে গনেশপুর গ্রামের ক্রাশার মিল এলাকার আকতর খাড়ায় সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রিভলবারটি উদ্ধার করে।
এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন। তিনি জানান, উদ্ধারকৃত আলামত ছাতক থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।