গোলাপগঞ্জের ইয়াবা কারবারি কারগারে
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৮:১৭:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গোলাপগঞ্জ থেকে ইয়াবাসহ আটক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
তার নাম মো. জবরুল ইসলাম (২৬)। সে জকিগঞ্জের পূর্ব বড়পাথর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তবে জবরুল বর্তমানে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে থাকেন।
র্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকাদক্ষিণ দত্তরাইলের জামাল মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে জবরুলকে আটক করা হয়। এ সময় তার ঘর থাকা ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
পরে জব্দকৃত আলামতসহ আসামীকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।