করোনায় ব্যবসায়ী শামসুজ্জামানের ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৯:১১:২৯ অপরাহ্ন
করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বাসিন্দা ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী মোহাম্মদ শামসুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাত ১টার দিকে তিনি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ২১ এপ্রিল বুধবার জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার জামে মসজিদ প্রাঙ্গনে বাদ এশা মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পর তাকে দরবস্ত তেলিজুরী গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি