র্যাবের হাতে শ্রীমঙ্গল ও চুনারুঘাটে আটক ২
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৮:২১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল ও চুনারুঘাটে পৃথক অভিযানে পেশাদার ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় তাদের হেফাজতে থাকা ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানা মাদক আইনে মামলা দায়ের করেছে।
বুধবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, মঙ্গলবার সোয়া ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা’র নেতৃত্তে¡ শ্রীমঙ্গলের ভুনবীর ইউপির ভীমশী গ্রামের সৈকত এন্ড শান্ত এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি দুখু মিয়া (২৬) কে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব। আটককৃত দুখু মিয়া মির্জাপুর গ্রামের মো.আব্দুল মালেকের ছেলে। পরে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করেছে।
অপরদিকে মঙ্গলবার রাত পৌন ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাটের শ্রীকুটা বাজার দরগা গেইট এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি মো. শাহ আলম (২৬) কে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা ৫ কেজি গাজাঁ জব্দ করে র্যাব।
আটককৃত শাহ আলম উপজেলার মধ্য নরপতি এলাকার আব্দুল হান্নানের ছেলে। পরে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করেছে।