সিলেট ও মৌলভীবাজারে র্যাবের মোবাইল কোর্ট, জরিমানা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৮:২২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ৪ প্রতিষ্ঠান ও মৌলভীবাজারে ৯ ব্যক্তিকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
বুধবার র্যাব-৯ এর গণ মাধ্যম শাথা থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সিলেটে মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমকে সহযোগিতা করেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফুর রহমান।
অপরদিকে মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার জেলা সদরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।