ধর্মপাশায় ধর্ষণ মামলায় গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৯:১৮:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আরশাদ মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচি গ্রামের আব্দুল হকের ছেলে আরশাদ মিয়াকে গত মঙ্গলবার রাত ১১টার দিকের ওই ইউনিয়নের লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১ এপ্রিল রাতে ওই গৃহবধূ ঢুলপুষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন চন্দ্র সরকারসহ একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আজাদ মিয়া (৪৮), রংচি গ্রামের আব্দুল হকের ছেলে আর্শাদ মিয়া (৩৫), বংশীকুন্ডা গ্রামের সায়েব আলীর ছেলে ইউনুস মিয়া (৩৫) ও একই গ্রামের লালু মিয়ার ছেলে রফিকুল ইসলামকে (৩৫) আসামি করে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, আরশাদ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।