সুনামগঞ্জে বোরো শস্য কর্তন
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৯:১৯:১৯ অপরাহ্ন
আন্তজার্তিক ধান গবেষণা ইন্সটিটিউট, ইরি, বাংলাদেশ এর সহযোগিতায় এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর মাধ্যমে সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় কাঠইর ইউনিয়নের কাঠইর গ্র্রামে বাস্তবায়িত ইরি-এগ্রি প্রকল্পের শস্য কর্তন বোরো-২০২০-২১ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলায় কাঠইর ব্লকের কাঠইর গ্রামের কৃষক মোঃ আব্দুল মতিন ও মোঃ জুনেদ আহমদ এর জমিতে ৫ প্রকার জাতের ধান কেটে কোন ধরনের জাতটি এই এলাকার জন্য উপযোগীতা শস্য কর্তনের মাধ্যমে মূল্যায়ন করা হয়।
এ সময় উপস্থিত কৃষকের সামনে মোঃ আব্দুল মতিন ও মোঃ জুনেদ আহমদ এর জমি থেকে ব্রি ধান ২৮, ব্রি ধান ৬৭, ব্রি ধান ৮৪, ব্রি ধান ৮৮ এবং ব্রি ধান ৯৬ প্রত্যেক জাতের ধান ১০ বর্গমিটার করে কেটে মাড়াই করা হয় এবং ফসল কর্তনের মাধ্যমে এই জাতগুলোর মধ্য থেকে ব্রি ধান ৯৬ হেক্টর প্রতি ফলন পাওয়া যায় ৬ টন, ব্রি ধান ৮৮ হেক্টর প্রতি ফলন পাওয়া যায় ৬.২ টন, ব্রি ধান ৮৪ হেক্টর প্রতি ফলন পাওয়া যায় ৬.১ টন এবং ব্রি ধান ৬৭ হেক্টর প্রতি ফলন পাওয়া যায় ৫.৭ টন।
শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএডিসি’র ডিলার এমকে ট্রেডার্স এর প্রতিনিধি মোঃ আফাজ উদ্দিন, কৃষক মোঃ জুনেদ আহমদ, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলামসহ অত্র এলাকার কৃষকবৃন্দ। বিজ্ঞপ্তি