মৌলভীবাজারে শ্রমিকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:০৯:৪১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: সড়ক পরিবহন শ্রমিকদের ১০ টাকা মূল্যে (ভিজিএফ) চাল দেয়া ও অবিলম্বে গণপরিবহন চালু, পণ্যবাহী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দফা দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে বিক্ষোভ ও মানববন্ধন করে জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, পিকআপ শ্রমিক ইউনিয়ন ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এতে বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল মিয়া, সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সহ সভাপতি বাচ্চু খান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক শামিম মিয়া, অর্থ সম্পাদক ইলিয়াছ মিয়া, দপ্তর সম্পাদক বাবলু আচার্য্য এবং বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল আহমেদ ও সাধারণ সম্পাদক ছালেহ্ আহমেদ। মানববন্ধন ও বিক্ষোভ শেষে শ্রমিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক’র কাছে স্মারকলিপি প্রদান করেন।