শায়েস্তাগঞ্জে ৮২ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:১১:১৭ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও চলছে সর্বাত্মক লকডাউন। জনসাধারণকে এই লকডাউন মানাতে যথেষ্ট তৎপর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।
সূত্রে জানা যায়, জরুরি প্রয়োজন ছাড়া লকডাউনে মানুষ ঘর থেকে বের হওয়া নিষেধ থাকলেও নিম্নআয়ের মানুষ অনেকে রাস্তায় নেমেছেন। দুরপাল্লার যানবাহন না থাকলেও শহরের রাস্তায় বেশকিছু টমটম, রিকশা-ভ্যান ও মোটরসাইকেল চোখে পড়ে। শপিংমলগুলো বন্ধ থাকলেও ছোট ছোট দোকানপাট খোলা রয়েছে। অন্যদিকে কাঁচাবাজারগুলো খোলা জায়গায় স্থানান্তরের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। ফলে কাঁচাবাজারগুলোতে স্বাস্থ্যবিধির কোন বালাই নাই।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কঠোর লকডাউনের ৮ম দিন বুধবারও উপজেলার বিভিন্ন এলাকায় জনসাধারণ স্বাস্থ্যবিধি না মানায়, মাস্ক পরিধান না করায় এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘন করার অপরাধে গত ৮ দিনে অভিযান চালিয়ে ৮২ ব্যক্তিকে ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার এই লকডাউন ঘোষণা করেছে। তাই সকলকে অন্তত পক্ষে নিজেদের সুরক্ষার স্বার্থে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই। অতএব সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলেই জরিমানা গুনতে হবে।