সুনামগঞ্জের বোমা মেশিনের তান্ডব
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:১২:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদীতে আবারও শুরু হয়েছে বোমা মেশিন দিয়ে বালু পাথর উত্তোলনের মহোৎসব। পরিবেশ বিধ্বংসী এসব বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু পাথর উত্তোলন করা হলেও প্রশাসনের নেই তেমন নজরদারি।
জানা গেছে, জেলা প্রশাসন নদী থেকে বালু উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হয়েছে এবং বালু উত্তোলন ঠেকাতে নদীর উৎসমুখ সদরগড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টের কারণে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এলেও পুলিশ ক্যাম্প প্রত্যাহার করার পর প্রকাশ্য দিবালোকে চলছে বালু পাথর উত্তোলন। বালু পাথর উত্তোলনে এবার ব্যবহার করা হচ্ছে পরিবেশ বিধ্বংসী বোমা ও ড্রেজার মেশিন।
সীমান্ত এলাকার জিরো পয়েন্টে সংলগ্ন এলাকায় ডলুরা বিজিবি ক্যাম্প থাকলেও জেলা প্রশাসনের নিষিদ্ধ এলাকায় অবৈধ বালু পাথর উত্তোলনে বিজিবিতো দূরের কথা কেউ দিচ্ছেনা বাধা। জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানও হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ফলে জিরো পয়েন্ট এলাকা হতে অবৈধপন্থায় বালি পাথর উত্তোলন করে যাচ্ছে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও, ডলুরা, সুরমা ইউনিয়নের হুরারকান্দা, বালাকান্দা, সাহেবনগর এবং বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর, ভাদেরটেক ও মনিপুরিহাটি গ্রামের বালু পাথর ব্যবসায়ীরা।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান শাহরীয়ার বলেন, এ পর্যন্ত আমাদের টাস্কফোর্সের অভিযানে ২৫ টি নৌকা আটক করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।