তাহিরপুরে গৃহবধূ হত্যায় মামলা
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:১৪:১৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রহস্যজনকভাবে গৃহবধূকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়েছে। নিহতের বাবা মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বুধবার রাতে তাহিরপুর থানায় এই মামলাটি দায়ের করেছেন। এই হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত এর সঠিক কারণ জানা যায় নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যা। এই বিষয়ে তদন্ত চলছে বলে জানান বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাজিব।
নিহত গৃহবধূর নাম আজমিনা বেগম (২৪)। তিনি দু-সন্তানের জননী। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন জামবাগ গ্রামের শাহানুর মিয়ার স্ত্রী। বুধবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের জামবাগ (জৈইতাপুর গ্রামে) গ্রামে এই হত্যার ঘটনাটি ঘটে। ঘটনার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাহিরপুর সার্কেলের এএসপি বাবুল আখতার, ওসি আব্দুল লতিফ তরফদার, বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই রাজিব।