দোয়ারায় ভারতীয় পণ্য জব্ধ
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:৩১:০০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজারের সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় পণ্য জব্ধ করেছে বিজিবি। তবে কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অভিযানে বুধবার রাতে দোয়ারাবাজারের বাগানবাড়ি বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে বোগলাবাজার ইউনিয়নের চান্দেরঘাট গ্রামের তালতলা থেকে ৫০ কেজি মশুর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ৪ হাজার টাকা।
অন্যদিকে বাগানবাড়ী বিওপির এর টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহীনুর রহমান এর নেতৃত্বে বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি (বর্ডার হাট) নামক স্থান হতে ৪৮ কেজি ভারতীয় চিনি, ৫ কেজি চা-পাতা এবং ২০ কেজি জিরা আটক করে, যার আনুমানিক মূল্য ১২,৩৮০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান, আটককৃত চিনি, চা-পাতা, জিরা ও বাংলাদেশী মশুর ডাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।