বড়শালার জুয়াড়ি শাহিন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:৩৮:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর বড়শালা নয়াবাজার থেকে শাহিন আহমদ (২৯) নামের এক জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ হাজার ৩০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শাহিনকে গ্রেফতার করে পুলিশ। সে এয়ারপোর্ট থানাধীন বড়শালা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।