কানাইঘাটে লোডশেডিংয়ে ক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:৪৫:৩৭ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় রমজান মাসের শুরু থেকে পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন রমজান মাসের শুরু থেকে পল্লী বিদ্যুতের লোডশেডিং বেড়েই চলছে। সেহরী, ইফতার ও তারাবীর নামাজের সময় বিদ্যুৎ চলে যায়। কোন কোন এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকেনা। রমজান মাসের আগে বিদ্যুতের লোডশেডিং ছিল না বললেই চলে। কিন্তু রমজান মাসের শুরু থেকেই বিদ্যুতের বারবার লোডশেডিং এর কারণে জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছেন।
গত মঙ্গলবার তারাবীর নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেন বিভিন্ন এলাকার মুসল্লীরা। বিশেষ করে পৌরসভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ লাইন থাকার পরও বারবার লোডশেডিং হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে উপজেলার অনেক প্রত্যন্ত এলাকায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কারণে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিস কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা ঝড়-বৃষ্টির অজুহাত দেখিয়ে বলেন ঝড় বৃষ্টির কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটছে এবং মাঝে মধ্যে বিদ্যুৎ লাইনে ত্রুটিজনিত কারণে বিদ্যুৎ চলে যায়। তবে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের এমন অজুহাত মানতে নারাজ বিদ্যুৎ গ্রাহকরা। তারা বলছেন সামান্য বাতাস বৃষ্টি হলে বিদ্যুৎ সংযোগ ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে যায়। এমনকি আকাশের অবস্থা স্বাভাবিক থাকার পরও ঘনঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। উপজেলার কোথায়ও এখন পর্যন্ত বড় ধরনের কাল বৈশাখী ঝড় হয়নি এমনকি বিদ্যুৎ লাইন বা খুটি কোথাও পড়েনি। ঝড়-বৃষ্টির অজুহাত দেখিয়ে পবিত্র রমজান মাসে বিদ্যুৎ এর লোডশেডিং এর কারণে জনসাধারণের দৈনন্দিন কার্যক্রম ও ইবাদত বন্দেগিতে বিঘœ ঘটছে বলে বিদ্যুৎ গ্রাহকরা জানিয়েছেন।