ব্যবসায়ী সুরুজ মিয়ার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:৪৬:১৭ অপরাহ্ন
নগরীর কুমারপাড়ার মৃত আব্দুর রহমানের তৃতীয় ছেলে ব্যবসায়ী সুরুজ মিঞা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ এপ্রিল) রাত ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর নগরীর কুমারপাড়া জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন হয়। পরে মানিক পীর (রহ.) নগর গোরস্তানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি