বড়লেখায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:৪৭:৪২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগ। বুধবার তারা উপজেলার সুজানগর ইউপির ভোলারকান্দি গ্রামের কৃষক দিবাংশু দাসের এক বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে। শিলাবৃষ্টিসহ ভারি বর্ষণের আগেই পাকা ধান ঘরে তুলতে পেরে খুশি ওই কৃষক। এছাড়াও আরো কয়েকজন কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
কৃষকের ধান কাটায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিদ্রাতুল কাদের আবির, সাংগঠনিক সম্পাদক পাপলু দাস, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।