সিলেটে চুরি হওয়া সিএনজি নবীগঞ্জে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:৫১:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট থেকে চুরি হওয়া নম্বরবিহীন একটি অটোরিকশা নবীগঞ্জ উপজেলার পানিউমদা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাইফুল ইসলাম (৩২) নামের একজনকে গ্রেফতারও করা হয়েছে। সে নবীগঞ্জের বুড়িনাও এলাকার মৃত আফতাব উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।
গত বুধবার আবুল হোসেন নামে এক ব্যক্তির নম্বরবিহীন অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় জালালাবাদ থানায় লিখিত অভিযোগ করেন তিনি। পরে র্যাব-৯ সিপিসি-১ সহযোগিতায় জালালাবাদ থানার এসআই (নি.) দেবাশীষ দেব অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করেন এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।