সিলেটে দুটি ল্যাবে ৯৩ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:৫৭:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সরকারী বক্ষব্যাধি হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নতুন করে আরো ৯৩ জন করোনা শনাক্ত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সিলেট সরকারী বক্ষব্যাধি হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তারা সকলেই সিলেট নগরী ও আশপাশের এলাকার বাসিন্দা।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, বৃহস্পতিবার ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫৭ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন রয়েছেন।