ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৯:০৮:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মাদক ব্যবসায়ী স্বামীকে সহায়তাকারী স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের টের পেয়ে তার স্বামী মাদক ব্যবসায়ী মো. তাজিম উদ্দিন পালিয়ে যায়। এ সময় ২০ পিসি ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম হলো মোছা. মারজানা আক্তার নিপা। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ।
তিনি জানান, বৃহস্পতিবার মাদক বিরোধী অভিযান চলাকালে ইয়াবাসহ মারজানা আক্তার নিপাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।