চুনারুঘাটে সাড়ে ৩৫ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৯:২০:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ৩৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা হয়।
গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত কেলু মিয়ার ছেলে মো. রশিদ মিয়া (৬৫) ও চুনারুঘাট উপজেলার পাঁচগাঁও (কাকাউস) এলাকার মো. মন্নর আলীর ছেলে মো. কামাল মিয়া (২৯)।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক কারকারি মো. রশিদ মিয়াকে গ্রেফতার করা হয়।
অভিযানে অংশ নেন র্যাব-৯ এর অধিনায়ক আবু মূসা মো. শরীফুল ইসলাম পিএসসি, উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার ওবাইন, সোমেন মজুমদার এবং আফসান-আল-আলম।
অন্যদিকে বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল চুনারুঘাটের সদর ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি মো. কামাল মিয়াকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।