নবম দিনে আরো ঢিলেঢালা
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৯:২৩:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সর্বাত্মক লকডাউনে ১৩ দফা বিধি-নিষেধ থাকলেও সিলেট নগরে সাধারণ মানুষের চলাচল বেড়েছে। গতকাল নবম দিনে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক বেশি।
বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরীর ব্যস্ততম বন্দর বাজার (কোর্ট পয়েন্ট), আম্বরখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, জিন্দাবাজার, উপশহর, টিলাগড়, শিবগঞ্জ, নাইওরপুল, মেডিকেল, মদিনা মার্কেট, পাঠানটুলা এলাকাসহ নগরী সকল রাস্তায় সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে।
নগরের প্রতিটি পয়েন্টে চেকপোস্ট আগের মতো থাকলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণ ছিল কিছুটা শিথিল। গত আট দিনের তুলনায় সড়কে মোটরসাইকেল, গাড়ি, পিকআপ, সিএনজি অটোরিকশা, রিকশার সংখ্যাও বেশি দেখা গেছে। কঠোর বিধিনিষেধের শুরুতে যেমন চেকিং হতো, সেটি অনেকটাই চলছে ঢিলেঢালা।
এদিকে, গতকাল বেশ কিছু পোষাকের দোকান খুলতে দেখা গেছে। ব্যবসায়ীরা এক সাটার ফেলে ব্যবসা করছেন। তবে ক্রেতাদের উপস্থিতি কম বলে জানান তারা।
মূল সড়কগুলোতে মানুষের উপস্থিতি তুলনামূলক কম হলেও বেশিরভাগ অলিতেগলিতে দেখা যাচ্ছে মানুষের উপড়েপড়া ভিড়। কোথাও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, যে যার মতো বের হচ্ছে। প্রায় সবখানেই চলছে আড্ডাবাজি।