বটেশ্বরে সিএনজি ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৪:১০:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলী বটেশ্বরে সিএনজি অটোরিকশা ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় জালালাবাদ সেনানিবাসের সিনেমা হল গেইট সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ (২৫) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ভাইটগামের মৃত হাফিজুল্লাহ’র বড় ছেলে। তিনি গত মাসে বিবাহিত জীবনে আবদ্ধ হয়েছিলেন। এখনো হাতের মেহেদী শুকায়নি। এর আগেই নিভে গেলো যুবক রাজু’র প্রাণ। তার এমন মৃত্যুেতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
শাহপরান থানা পুলিশ তদন্ত কেন্দ্র সুরমা গেইট ফাড়ি ইনচার্জ বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সকলের বাড়ি জৈন্তাপুর এলাকায় প্রাথমিক ভাবে জানা গেছে।
তিনি আরো জানান, গাড়ি দুটি আটক করে থানা নিয়ে আসা হয়েছে।