বড়লেখায় প্রবাসীর ফাঁকা বাড়িতে চুরি
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৭:৪৮:০৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখার মহুবন্দ মাইজপাড়া এলাকার আমেরিকা প্রবাসী ছকিয়া বেগমের ফাঁকা বসতবাড়িতে চুরি হয়েছে। কেছি গেট ও ঘরের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে দামী আসবাবপত্র, বেসিন, কাচের দ্রব্যসামগ্রী ভাংচুর করেছে। নিয়ে গেছে বিদেশী কম্বল, ডিনার সেটসহ মূল্যবান ইলেক্ট্রনিক সামগ্রী। এ ঘটনায় ছকিয়া বেগমের ভাগ্নে আবিদুর রহমান বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ছকিয়া বেগম (৬০) স্বপরিবারে আমেরিকায় বসবাস করেন। প্রতিবছর দেশে আসলে বড়লেখার মহুবন্দ মাইজপাড়ায় নিজস্ব বাড়িতে থাকেন। আমেরিকায় থাকায় বাড়িটি বেশিরভাগ সময় ভাড়া থাকে। গত ২-৩ মাস ধরে বাড়িতে কোন ভাড়াটিয়া না থাকায় ফাঁকা ছিল। মাঝেমধ্যে দেখাশুনা করার জন্য ছকিয়া বেগম তার বোনের ছেলে আবিদুর রহমানকে দায়িত্ব দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সে খালার বাসায় গিয়ে বাসার প্রধান কেছি গেটের ও ঘরের তালা ভাঙ্গা দেখতে পায়। ভেতরে গিয়ে দেখতে পায় আলমারি, সোফাসেট, আসবাবপত্রসহ দামী জিনিসপত্র তছনছ ও ভাংচুর করা।
আবিদুর রহমান জানান, খালা ফোন করে বাসায় যাওয়ার কথা বলেন। গিয়ে দেখি তালা ভেঙ্গে অজ্ঞাতনামারা ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ব্যাপক ভাংচুর করেছে। অন্তত লাখ টাকার বিদেশী কম্বলসহ ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে গেছে। ধারণা করছেন মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে সময় দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।