লাউয়াই ইয়াং ফেডারেশন ক্লাবের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৭:৫১:৪৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াইয়ে ‘লাউয়াই ইয়াং ফেডারেশন ক্লাব’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শুক্রবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল আলম, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, লাউয়াই পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ক্লাবের উপদেষ্টা আব্দুল মুকিত, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিলেট জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী।
লাউয়াই ইয়াং ফেডারেশন ক্লাবের সভাপতি রাজীব আহসান রিমনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি বদরুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, লাউয়াই ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমদ, লাউয়াই স্পোর্টিং ক্লাব’র সম্পাদক আব্দুস সাত্তার, লাউয়াই ইয়াং ফেডারেশন ক্লাব’র উপদেষ্টা সাইদুল আবিদ, সিরাজুল ইসলাম, আতিকুর রহমান, সিলেট মহানগর যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, লাউয়াই স্পোর্টি ক্লাবের পক্ষে রেজাউল ইসলাম, হারুন খাঁন ও সায়েম আহমদ। ইয়াং ফেডারেশন ক্লাবের এনাম উদ্দিন (মেম্বার), বেলাল আহমদ, এনামুল, অপু, কবির আহমদ, রাজন আহমদ, আব্দুল হাদী, সাহেদ আহমদ, মোহন আহমদ, রুমন খন্দকার, সোহাগ আহমেদ, মাহবুবুল ইসলাম, আলী আকবর ফাহিম, সজীব আহসান ইমন, কাওসার আহমদ নাবিল, মো. পারভেজ, মাহফুজুল ইসলাম, আব্দুল আজিজ, আবদুল্লাহ সামসি, জাবের আহমদ, আব্দুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি