দক্ষিণ সুরমায় জাপা নেতা আতিকের ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৭:৫৮:২৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের গরীব-দুস্থ ২০০ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব-দুস্থ পরিবারের মাঝে এই ইফতারসামগ্রী তুলে দেন জাপার নেতৃবৃন্দ।
জালালপুর জাতীয় পার্টির আহবায়ক হাবিবুর রহমান সুফনের সভাপতিত্বে ও জালালপুর জাতীয় পার্টির সদস্য সচিব ময়নুল ইসলাম মিলনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিলেট জেলা শাখা সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট জেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর খান, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আক্তার হোসেন ও দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির সদস্য সচিব বুলবুল আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক হাছান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি জালালপুর ইউপির আহবায়ক সাহেদ আহমদ, জালালপুর জাতীয় যুব সংহতির সদস্য সচিব সাবেল আহমদ, রফসার মিয়া, ফজলু মিয়া, সাহেদ আহমদ করিম, সাইস্তা, জিলু, ফিরোজ মিয়া, আজমান মিয়া, সাহেদ, শাহ জামান প্রমূখ।