উপশহরে অল্পের জন্য বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৮:০৫:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের অভিজাত উপশহর এলাকায় অল্পের জন্য বড় ধরণের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো একটি বহুতল ভবন। শুক্রবার দুপুর পৌণে ২টায় জাতীয় পার্টির নেতা শাব্বির আহমদের বাসায় বিদ্যুতের মিটার লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, উপশহর সি ব্লকের ৩৮ নম্বর সড়কের ২ নম্বর বাসাটি চার তলাবিশিষ্ট ভবন। প্রবেশপথে আগুন লাগায় ভবনে আটকা পড়ে যান বাসিন্দারা। তাদের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হতে থাকেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। এর মধ্যে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে যান। ফায়ার সার্ভিস দল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও উপশহর ডি ব্লকের বাসিন্দা ইয়ামিন আহমদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বাসাটির তিনতলা পর্যন্ত আগুনের ধোয়া উড়তে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনায় এই ভবন ও পাশের ভবনের প্রায় অর্ধশত পরিবার বড় ধরণের বিপদ থেকে রক্ষা পান। এ ঘটনার পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।