ছাতকে ফেইসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৮:৩৫:৩৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের ঘটনায় ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানি।
বৃহস্পতিবার ছাতক থানায় এ অভিযোগ দায়ের করে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি। সাম্প্রতিক আলোচিত মামুনুল হক ঘটনার সাথে তার নাম ও মামুনুল হকের সাথে তার ছবি যুক্ত করে একটি ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার করায় জিডির মাধ্যমে তিনি আইনী সহায়তা প্রার্থনা করেন।