বেগম জিয়ার সুস্থতা কামনায় এতিমদের নিয়ে ইফতার
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৮:৩৯:১২ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার নগরীর একটি এতিমখানায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, শিশু বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সমাজসেবা সম্পাদক আব্দুল কাহির, মহানগর সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, মহানগর সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, মহানগর যুবদলের সদস্য সচিব নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর বিএনপি নেতা আলমগীর হোসেন, আব্দুস সোবহান, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু, ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, ২৪নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক স্বাধীন, মহানগর যুবদলের আহŸায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন আহমদ মিন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খান, সৈয়দ আমীর আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, দক্ষিণ সুরমা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক জুবের আহমদ, ছাত্রদল নেতা জাফরান আহমদ, আবুল কালাম আজাদ, ওয়াজিবুর বক্স ও নয়ন পাশা প্রমুখ। বিজ্ঞপ্তি